শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০:১৮

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব উত্তর

অনলাইন ডেস্ক
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব উত্তর
চাঁদপুর স্টেডিয়ামে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মতলব উত্তর উপজেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ছবি : ইয়াসিন ইকরাম।

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। আর রানার্সআপ হয়েছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। চ্যাম্পিয়ন দল পেয়েছে ২০ হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি এবং রানারআপ দল পেয়েছে ১৫ হাজার টাকা ও ট্রফি।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশ নেয় ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা দল। টাইব্রেকারে ফরিদগঞ্জের সাথে ৪-৩ গোলে জয়লাভ করে মতলব উত্তর উপজেলা।

ফাইনালে দুদলই স্থানীয় খ্যাতিমান ফুটবলার নিয়ে মাঠে নামে। মাঠে ফাইনাল উপলক্ষে গ্যালারি ছিলো দর্শকে পরিপূর্ণ। খেলার শুরু থেকে দু দলই আক্রমণাত্মক খেলা খেলে। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে দু দলই গোল দেয়ার জন্যে মরিয়া হয়ে উঠে। ফরিদগঞ্জ দল বেশ ক'টি সহজ গোল মিস করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ মোহসীন উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. জালাল আহমেদসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ক্রীড়া সংগঠকরা।

চাঁদপুর জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নেয় জেলার ৮ উপজেলা। গত ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিকেলে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়