প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৪৫
তারুণ্য উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫
রোববার নরসিংদীর সাথে খেলবে চাঁদপুর জেলা ফুটবল দল
রোববার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৩ টায় তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে নরসিংদী জেলা স্টেডিয়ামে।
|আরো খবর
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় রাউন্ডের ২য় ম্যাচে স্বাগতিক নরসিংদীর সাথে লড়বে চাঁদপুর জেলা। এর আগে গত ৫ অক্টোবর চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের খেলা। প্রথম ম্যাচে স্বাগতিক চাঁদপুর জেলার সাথে ড্র করে নরসিংদী জেলা।
চাঁদপুর জেলায় অনুষ্ঠিত খেলাতে জেলা দলের ফুটবলারদের ভুলের কারণেই নরসিংদী দল ড্র করে। জেলার ক্রীড়ামোদী দর্শকদের সাথে আলাপকালে তারা জানান, রোববারের ম্যাচটিও যদি চাঁদপুর জেলা দলের ফুটবলাররা সেভাবে খেলে, তাহলে নিশ্চিত পরাজয় বরণ করবে এবং চাঁদপুরকে শূন্য হাতে ফিরে আসতে হবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে।