শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:২৬

চাঁদপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আমরা চাই ছেলেরা খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হোক ---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
আমরা চাই ছেলেরা খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হোক ---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চাঁদপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ (বালক/বালিকা) ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) সকালে চাঁদপুর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনকালে তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা চাই ছেলেরা খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হোক। খেলাধুলার পাশাপাশি ভালো কাজেও মনোযোগী হতে হবে। এ খেলাটি তারুণ্য উৎসবের একটি অংশ। আজকে যে খেলাধুলা শুরু হলো, এ খেলাধুলা মাঠে অনেক ক্রীড়া প্রেমিককে নিয়ে আসবে বলে আশা করি । এখানে যারা অনূর্ধ্ব-১৭ বছর বয়সী খেলোয়াড় খেলতে এসেছ, যাদের বয়স ১৭ বছরের মধ্যে, তারাই খেলতে পারবে। যাদের বয়স ১৭ বছরের চেয়ে বেশি হবে, তাদেরকে খেলতে দেওয়া হবে না। এখান থেকেই সেরা খেলোয়াড়রাই আগামীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

ক্রীড়া সাংবাদিক অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম)-এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, সাবেক জাতীয় দলের ফুটবলার জাহাঙ্গীর গাজী, জাহাঙ্গীর পাটোয়ারী, আমিন মোল্লা সহ অংশ নেয়া বালক-বালিকা দলের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বালক গ্রুপে কচুয়া ও হাজীগঞ্জ উপজেলা দলের ফুটবলাররা। এই টুর্নামেন্টে জেলার ৮ উপজেলা ও চাঁদপুর পৌরসভার (বালক/বালিকা) দল অংশগ্রহণ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়