শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ১৯:৪২

শিক্ষামন্ত্রীকে চাঁদপুর শেখ কামাল একাডেমির অফিসিয়াল জার্সি প্রদান

চৌধুরী ইয়াসিন ইকরাম
শিক্ষামন্ত্রীকে চাঁদপুর শেখ কামাল একাডেমির অফিসিয়াল জার্সি প্রদান

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমির অফিসিয়াল জার্সি প্রদান করেছেন ক্লাব কর্মকতারা। গত সোমবার রাতে শিক্ষামন্ত্রী চাঁদপুর শহরস্থ নতুনবাজার এলাকায় তার বাসায় আসলে ক্লাবের পক্ষ থেকে শেখ কামালের লোগোসহ জার্সি তুলে দেয়া হয়।

শিক্ষামন্ত্রীকে অফিসিয়াল জার্সি তুলে দেন একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর থানা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ মোতালেব, পৌর ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর সোহেল রানা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী, ক্লাব কর্মকর্তা রাফসান জানি, সাইয়েদুর রহমান জিসান, ফজলে রাব্বিসহ ক্লাবের অন্য কর্মকর্তা ও খেলোয়াড়গণ। এ সময় শিক্ষামন্ত্রী শেখ কামাল স্পোর্টস একাডেমির জন্য শুভ কামনা জানিয়েছেন।

উল্লেখ, এ একাডেমিটি চাঁদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জেলা সদরসহ উপজেলার অনেক ক্ষুদ্রে ক্রিকেটারসহ অন্য ক্রিকেটারগণ নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। শেখ কামাল একাডেমির কার্যক্রম ও অনুশীলন চাঁদপুর স্টেডিয়ামের ভেতরেই হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়