শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ১৯:৫৭

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২২

সাধারণ সম্পাদক পদসহ ২৯টি পদে প্যানেলের মনোনয়নপত্র তুললেন বাবু

চৌধুরী ইয়াসিন ইকরাম
সাধারণ সম্পাদক পদসহ ২৯টি পদে প্যানেলের মনোনয়নপত্র তুললেন বাবু

আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচন। নির্বাচন উপলক্ষে সোমবার ১২ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম।

এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদসহ ২৯টি পদে মনোনয়নপত্র তুললেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক ও জাতীয় দলের সাবেক ফুটবলার ক্রীড়া সংগঠক গোলাম মোস্তফা বাবু।

প্যানেলের প্রার্থীরা হলো : সহ-সভাপতি পদে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবু, সহ-সাধারণ সম্পাদক পদে তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক পদে সালাউদ্দিন শান্ত ও আবুল কাশেম আখন্দ। কোষাধ্যক্ষ পদে আবু নাসের বাচ্চু পাটওয়ারী, সদস্য পদে জিল্লুর রহমান জুয়েল, সুভাষ চন্দ্র রায়, মোহাম্মদ আলী জিন্নাহ, শাহির পাটওয়ারী, ওমর পাটওয়ারী, অ্যাডঃ সেলিম আকবর, শরীফ আশরাফুল হক, অ্যাডঃ হেলাল হোসাইন, শেখ মোঃ মোতালেব, তমাল কুমার ঘোষ, ডাঃ মিজানুর রহমান খান, মনোয়ার চৌধুরী, ফেরদৌস মোর্শেদ জুয়েল, শিপ্রা দাস, মাসুদা নুর খান, তপন চন্দ, লক্ষ্মন চন্দ্র সূত্রধর, আবু পাটোয়ারী, নুরনবী নোমান ও তারিকুল ইসলাম।

নির্বাচনের তফসিল অনুযায়ী ১৭ এপ্রিল রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের সময় সকাল ১১টা থেকে বিকেল ৩টা। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত। ২১ এপ্রিল প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে এবং ২৫ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়