প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ১৯:৩১
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবাহী পরিষদের নির্বাচন-২০২২-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা ক্রীড়া সংস্থার নিবাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত ৫৭ সদস্য বিশিষ্ট খসড়া ভোটার তালিকাটি মঙ্গলবার দুপুরের প্রকাশিত করেছে। এ ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল বৃহস্পতিবার।
|আরো খবর
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রের ৮, ১১নং অনুচ্ছেদের আলোকে প্রণীত খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে।
খসড়া ভোটার তালিকা অনুযায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন (৩ জন), ৮ উপজেলার (৮ জন), জেলা মহিলা ক্রীড়া সংস্থার (৩ জন), জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ২০ ক্লাবের (৩২ জন), বিশিষ্ট ক্রীড়াবিদ (২ জন), ক্রীড়া সংগঠক (১ জন), ক্রীড়ানুরাগী (২ জন), মেয়র চাঁদপুর পৌরসভা অ্যাডঃ জিলুর রহমান জুয়েল, সিভিল সার্জন মনোনীত (১ জন), জেলা শিক্ষা অফিসার, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, কমান্ডেন্ট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক মনোনীত ১ জন ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম।