শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২২, ২৩:১৪

চাঁদপুরে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন পুলিশ লাইন্স টিম

চ্যাম্পিয়ন পুলিশ লাইন্স টিম
অনলাইন ডেস্ক

চাঁদপুরে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শুক্রবার বিকালে পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে এ আয়োজন হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়ে সভাপতিত্বে আন্তঃজেলা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ও বিশেষ অতিথি হিসেবে পুনাক,চাঁদপুর সভানেত্রী ডাঃ আফসানা শর্মী উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে অংশ নেয় পুলিশ লাইন্স টিম বনাম পুলিশ অফিস টিম। পুলিশ লাইন্স টিমের অধিনায়কত্ব করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) এবং পুলিশ অফিস টিমের অধিনায়কত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।

উৎসব মুখর পরিবেশে এবং তুমূল প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলায় পুলিশ লাইন্স টিম ০৩ উইকেটের ব্যবধানে পুলিশ অফিস টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং পুলিশ অফিস টিম রানার্স আপ হয়।

জেলা পুলিশ আয়োজিত টুর্নামেন্টে পুলিশের বিভিন্ন ইউনিটের ০৮ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে সমানী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুরষ্কার বিতরণ করেন।

এ সময় পুলিশ সুপার বলেন,খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমাদের সকলকে সুস্থ থাকার জন্য খেলাধুলা ও ব্যায়ামের বিকল্প কিছু নেই।এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে জেলার কেন্দ্রীয় পুলিশ ক্রিকেট টিম গঠন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুনাক,চাঁদপুর সহ সভানেত্রী পূজা দাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, ডিডি এনএসআই শেখ আরমান আহমেদ, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সেক্রেটারি রিয়াদ ফেরদৌস,জেলা ক্রীড়া কর্মকর্তা মো: তারিকুল ইসলাম। এছাড়া জেলা পুলিশের উর্ধ্বতন ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়