প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:৫৬
ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদ স্মরণে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদ সাহেব স্মরণে পুরাণবাজারে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
১৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে পুরাণবাজার লোহারপুল পাকামাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন রানার আপ পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নিউইয়র্ক স্ট্রেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিলন।
টুর্নামেন্টের আয়োজক চাঁদপুর জেলা যুবলীগ নেতা মোঃ সোহাগ গাজীর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সহ সম্পাদক জাহিদুল হাসান তানভিরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়সাল হাবিব,মুনসুর আহমেদ পাটওয়ারী,পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক উজ্জল তালুকদারসহ টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং ছাত্রলীগ-যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জেআর ওয়াদুদ টিপু বলেন, আমার বাবা মরহুম এমএ ওয়াদুদ সাহেব বঙ্গবন্ধুর সময় তিনি প্রথমে যুবলীগের আহ্বায়ক এরপর বাংলাদেশ ছাত্রলীগের প্রথম নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বায়ান্নর ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু যে স্বেচ্ছাসেবক টিম গঠন করেছিলেন। সেই স্বেচ্ছাসেবক বাহিনীর আহবায়কের দায়িত্বে ছিলেন আমার বাবা। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য।
আমি এবং আমার ছোট বোন দুজনে আব্বার কাছ থেকে ছোটবেলায় শুনেছি রাজনীতি হলো মানুষের সেবা করা দেশের জন্য কাজ করা কিন্তু আজকে রাজনীতিকে অন্যভাবে নিয়েছে সবাই। রাজনীতি মানে নিজের জন্য কিছু করা না, মানুষের জন্য দেশের জন্য কিছু করা তাই আমি বলবো তরুণ ও যুব সমাজ সেই আদর্শ নেই বড় হবে ডাক্তার ওয়াদুদ টিপু আশাবাদ ব্যক্ত করে বলেন চাঁদপুর পৌরসভার মেয়র খুবই কর্মদক্ষ একজন জনপ্রতিনিধি। আমার বিশ্বাস এলাকার প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার জন্য একটা করে মাঠের ব্যবস্থা তিনি করতে পারবে।
সুন্দর আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী একটি ক্রিকেট টুর্নামেন্ট সফল সমাপ্তি হওয়ায় অংশগ্রহণকারী খেলোয়াড় কর্মকর্তা এবং আয়োজকদের ধন্যবাদ জানান প্রধান অতিথি।
ফাইনাল খেলায় স্থানীয় মাস্টার ব্লাস্টার ও টীম টর্নেডো অংশ নেয়। প্রথমে ব্যাট করে ব্যাটিং করে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে টিম টর্নেডো ৩৮ রান সংগ্রহ করে।
জবাবে মাস্টার ব্লাস্টার ক্লাব ২ উইকেটে একওভার হাতে রেখে ৪০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ফলে ৬ উইকেটে চ্যাম্পিয়ন হয় মাস্টার ব্লাস্টার ক্লাব।
একাই চার উইকেট পাওয়ায় চ্যাম্পিয়ন দলের রাব্বি ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ফ্রিজ এবং রানার্স আপ দল এলইডি টিভি পুরস্কার দেয়া হয়।স্থানীয়ভাবে ৬ টি দল এতে অংশগ্রহন করে।