প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট
চাঁদপুর ক্রিকেট কোচিংয়ের কাছে হেরে বিদায় পূর্ব শ্রীরামদী ক্লাবের
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮ম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চাঁদপুর ক্রিকেট কোচিংয়ের কাছে হেরে বিদায় নিলো পূর্ব শ্রীরামদী ক্লাব। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
|আরো খবর
১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে টুর্নামেন্টের ২য় ম্যাচ ও দিনের প্রথম ম্যাচে অংশ নেয় পুরাণবাজারের পূর্ব শ্রীরামদী ক্লাব ও চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পূর্ব শ্রীরামদী ক্লাব। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান করে।
দলের পক্ষে ব্যাট হাতে রবিন ২৬ বলে ২৮ রান ও আলাদিন ২৮ বলে ১৫ রান করেন। বল হাতে ক্রিকেট কোচিং সেন্টারের শাহেদ ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৩ টি উইকেট নেন।
চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার ১১২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ১৮ ওভারে ৪ উইকেটে ১১২ রান করে। চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার ৬ উইকেটে জয়লাভ করে।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন ক্রিকেট কোচিং সেন্টারের তারেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, পূর্ব শ্রীরামদী ক্লাবের কর্মকর্তা আবদুস ছামাদ বাদল, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টারের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও ক্রিকেট কোচ নজরুল ইসলাম, উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাঃ জালালউদ্দিন রুমি, সদস্য ও ব্যবাসায়ী মোঃ আলম, শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এবিএম রেজওয়ানসহ অন্যরা।