প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:২৬
চাঁদপুর-৫ আসনে নির্বাচনী প্রচারণা
আওয়ামী লীগ দুর্গে নারীদের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতি

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম আওয়ামীলীগ দুর্গ হিসেবে পরিচিত। বিগত নির্বাচনগুলোতে একচেটিয়া আধিপত্য বিস্তার করে আসছিলো কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামীলীগ। বিএনপি ও জামায়াতের সমর্থন এই এলাকায় তুলনামূলকভাবে কম ছিলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। এতে সকাল সাড়ে ১১টায় জনসভাস্থলে উপস্থিত হন মমিনুল হক। এ সময় বিপুল সংখ্যক নারীর সমাগম ঘটে। নারীদের তুলনায় পুরুষের অংশগ্রহণ ছিলো নগণ্য। নারীদের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতির বিষয়টি আগত সংবাদকর্মী ও অতিথিদের নজর কাড়ে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক বলেন, নারীদের দুর্ভোগ ও দুর্দশা লাঘবে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করবে। এছাড়াও প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। দখলদার চাঁদাবাজ উৎখাত করবো। মাদক নির্মূলে কাজ করবো। আমরা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ চাই। আগামীতে মিথ্যা মামলা ও অন্যায়ভাবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারবে না।








