বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:১২

নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল আটক

বাকপ্রতিবন্ধীর স্ত্রীকে নিয়ে উধাওয়ের রহস্য উন্মোচন

বাকপ্রতিবন্ধীর স্ত্রীকে নিয়ে উধাওয়ের রহস্য উন্মোচন
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের পুরাণবাজার ট্রাংকপট্টির এক ব্যবসায়ীর

দোকানঘর নিয়ে ঝামেলায় জড়ানো আলোচিত স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, মাছ বিক্রেতা রুবেল মিজিকে আটক করেছে পুলিশ। তাকে ঘিরে তৈরি হওয়া চাঞ্চল্যকর ঘটনার অবশেষে ঘটেছে নাটকীয় মোড়। নিতাইগঞ্জ স্বর্ণপল্লীর বাসিন্দা এক প্রতিবন্ধীর স্ত্রীকে নিয়ে উধাও হওয়া এবং একাধিক অভিযোগ রয়েছে আটক রুবেল মিজির বিরুদ্ধে।

চাঁদপুর শহরের পুরাণবাজারের ২নং ওয়ার্ডে মধ্য শ্রীরামদি এলাকার বাসিন্দা রুবেল মিজি সম্প্রতি হঠাৎ করেই নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন পুরাণবাজার নিতাইগঞ্জ এলাকার প্রতিবন্ধী রিপনের স্ত্রী বিলকিছ বেগম। পরে জানা যায়, রুবেল মিজি পরকীয়া সম্পর্কে জড়িয়ে ওই নারীকে নিয়ে পালিয়ে যান।

স্থানীয় এলাকাবাসী জানান, রুবেল মিজি বিলকিছ বেগমের টাকা ও সম্পত্তি আত্মসাৎ করেন। এ ঘটনাই প্রথম নয়, এর আগেও তিনি একাধিক বিয়ে করেছেন বলে জানা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকেলে মডেল থানা পুলিশ রুবেল মিজিকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। এই মামলা দায়ের হয় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে।

আদালতে তোলার পর বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে অভিযোগ রয়েছে, রুবেল মিজি প্রতিবন্ধী রিপনের ঘরের আসবাবপত্রসহ তার স্ত্রীকে নিয়ে কিছুদিন আগে পালিয়ে যান এবং অন্যত্র বাসা ভাড়া করে বসবাস শুরু করেন। এ ঘটনায় আদালতে একটি আলাদা মামলাও দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, পুরাণবাজার ট্রাংকপট্টির 'ঢাকা স্টোর' নামের একটি দোকানে চাঁদাবাজির অভিযোগেও রুবেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়