প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭
তারেক রহমানের আগমন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির যৌথ সভা
তারেক রহমান দেশে আসছেন জাতির সন্তান হিসেবে
-------অ্যাড. সলিম উল্লাহ সেলিম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় পর্যায়ের সংবর্ধনায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যৌথ সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকেলে দলীয় কার্যালয়ে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৫টি সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর থেকে দলে দলে, চলো চলো ঢাকা চলো, হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি যাতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও মুনির চৌধুরীর পরিচালনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা সকলে অবগত আছেন আমাদের প্রিয় নেতা আগামী ২৫ তারিখ দীর্ঘ ১৭ বছর পর দেশে পদার্পণ করবেন।আপনারা গত ১৭ বছর আমাদের সকলের প্রাণপ্রিয় এই নেতার নির্দেশে মাঠ পর্যায়ে দলকে সংগঠিত করে রেখেছেন। উনাকে সংবর্ধনা দেয়ার জন্যে প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা ঢাকায় আসবেন। দীর্ঘ ১৭ বছর আপনারা অনেক কষ্ট করেছেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত শাস্তি দাবি করছি। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁকে যারা হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করছি।
তিনি বলেন, হাদি কোনো রাজনৈতিক দলের একক সম্পদ নয়। হাদি পুরো জাতির সন্তান।যেমনিভাবে তারেক রহমান দেশে আসছেন জাতির সন্তান হিসেবে। আমরা হাদিকে সেভাবেই দেখছি। কিন্তু হাদিকে ক্যাপিটাল করে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে, তাহলে তা প্রতিহত করা হবে। আমরা লক্ষ্য করছি, শুক্রবার জেলা প্রশাসকের বাসভবনের সামনে গিয়ে কে বা কারা সেখানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না। আমরা ইনশাল্লাহ বাংলাদেশে নির্বাচন করবো এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। হাদির মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি গভীরভাবে শোক প্রকাশ করছে।
অ্যাড. সেলিম আরো বলেন, ৫৪ বছরের ইতিহাসে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান হবে ঐতিহাসিক ও স্মরণীয়। তারেক রহমানের সংবর্ধনা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। ২৫ তারিখ ১১টার মধ্যে সবাইকে সংবর্ধনাস্থলে উপস্থিত থাকতে হবে। আমাদের স্থান ঢাকার ৩০০ ফুট এলাকার কুড়িল বিশ্বরোড। দলীয় সিদ্ধান্ত হচ্ছে, প্রতিটি সংসদীয় আসন থেকে কমপক্ষে ৫ হাজার লোক সংবর্ধনাস্থলে থাকতে হবে। কেন্দ্রীয়ভাবে পাঠানো ডিজাইনে ব্যানার হবে। প্রতিটি সাংগঠনিক ইউনিটের ব্যানারে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান ব্যতীত কোনো ছবি থাকবে না। কেন্দ্রীয় নির্দেশনা কেউ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাড. মো. বাবর বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ আ. কাদির বেপারী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মো. ইউনুস (ফরিদগঞ্জ), হুমায়ুন কবির প্রধান (কচুয়া), চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি এনায়েত ভূঁইয়া, শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী, ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ফরিদগঞ্জ উপজলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সেক্রেটারী সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সেক্রেটারী ভিপি জাকির হোসেন, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, কচুয়া পৌর বিএনপির আহ্বায়ক হবিব উল্লাহ ভেন্ডার প্রমুখ








