প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২১:৪৫
বৃহত্তর মতলবে ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি দলকে উপহার দেওয়া হবে
--এমপি প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দীন

চাঁদপুর -২ ( মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,
|আরো খবর
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মনোনয়ন প্রত্যাশীদের নিয়েই আমি কাজ করবো। সোমবার সন্ধ্যায় বিএনপির আসনভিত্তিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এতে চাঁদপুর-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নাম ঘোষণা দেয়ার পর তাৎক্ষণিক নির্বাচনী এলাকা মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এদিকে মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেল ৪ টায় মতলব নিউ হোস্টেল মাঠে
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থকরা আলহাজ্ব ড মোহাম্মদ জালাল উদ্দিনকে ফুলের মালা দিয়ে বরণ করার সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। তিনি আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানান।
তাঁকে মনোনীত করার জন্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণে ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি দলকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত, কারণ দেশনায়ক তারেক রহমান আমাকে যোগ্য প্রার্থী ভেবে মনোনয়ন দিয়েছেন । আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে।
বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে ড. জালাল উদ্দিন বলেন, ইতিহাসের একটি বিশেষ মুহূর্তে এই দায়িত্ব মতলবের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্যে নেতাকর্মী এবং জনগণের সহযোগিতা কামনা করছি।
এ সময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন খান, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহিরসহ বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতাকর্মী।








