বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৮:১৯

লায়ন মো. হারুন বিএনপির মনোনয়ন পাওয়ায় গৃদকালিন্দিয়ায় শোকরানা দোয়া ও মিছিল

ফরিদগঞ্জ ব্যুরো।।
লায়ন মো. হারুন বিএনপির মনোনয়ন পাওয়ায় গৃদকালিন্দিয়ায় শোকরানা দোয়া ও মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ মনোনয়ন পাওয়ায় শোকরানা দোয়া ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মশিউর রহমান রিপনের পরিচালনায় দোয়াপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মিলন, স্বেচ্ছাসেবক দলের আ. কাদির, বিএনপি নেতা আবু ছায়েদ প্রমুখ।

দোয়া অনুষ্ঠান শেষে গৃদকালিন্দিয়া বাজারে ধানের শীষের পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়