মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৩:৩১

মনোনয়নবঞ্চিত এমএ হান্নান সমর্থকদের সড়ক অবরোধ

হারুনের নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা

নুরুল ইসলাম ফরহাদ
মনোনয়নবঞ্চিত এমএ হান্নান সমর্থকদের সড়ক অবরোধ

বিএনপির মনোনয়নবঞ্চিত এম. এ. হান্নান সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)-এর জন্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণা করেন। ঘোষণাটি মুহূর্তের মধ্যে ফরিদগঞ্জবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ হয়ে মনোনয়নবঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ হান্নানের সমর্থকরা রাতেই গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। সকাল (৪ নভেম্বর ২০২৫) ৯টা থেকে নেতাকর্মীরা চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জড়ো হয়। নেতাকর্মীরা রাস্তায় শুয়ে, টায়ারে আগুন জ্বালিয়ে, ককটেল ফাটিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শতাধিক নেতাকর্মী ফরিদগঞ্জ টিএন্ডটির মোড় থেকে কালিরবাজার চৌরাস্তা পর্যন্ত একাধিকবার বিক্ষোভ মিছিল করে। মিছিলে কর্মীরা শ্লোগান তোলে ‘অবৈধ মনোনয়ন মানি না, মানব না’; ‘হান্নান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘দুর্দিনের হান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’। এ সময় খণ্ড খণ্ড সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন ও ডা. আবুল কালাম আজাদ। বক্তারা বলেন, “তারুণ্যের অহংকার তারেক জিয়া বলেছেন, যারা দুর্দিনে দলের দায়িত্ব নিয়েছেন, নেতাকর্মীদের পাশে ছিলেন, মামলা হামলার শিকার হয়েছেন; মনোনয়ন তাদের দেবেন, কিন্তু বাস্তবে আমরা তার প্রতিফলন দেখিনি। কেন্দ্রীয় নেতারা তাদের কথা রাখেননি। যতক্ষণ পর্যন্ত তারা তাদের প্রাথমিক এই ঘোষণা প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই আন্দোলন চলতে থাকবে। প্রাথমিক এই ঘোষণা প্রত্যাহারের সাথে সাথে আমরা ঘরে ফিরে যাবো।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খসরু মোল্লা, ফারুক আহম্মেদ খান, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক মো. ইমাম হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ বিল্লাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়