শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২০:২৪

শহরের দীর্ঘ পথ হেঁটে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ

অনলাইন ডেস্ক
শহরের দীর্ঘ পথ হেঁটে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ
ছবি : মো. মিজানুর রহমান।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বিএনপির ধানের শীষের সমর্থনে শহরের দীর্ঘ পথ পায়ে হেঁটে গণসংযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বাদ আসর তিনি পুরাণবাজার মিজান চৌধুরী বাড়ির মসজিদ প্রাঙ্গণে বিএনপি নেতা রাশেদ চৌধুরীর স্ত্রীর জানাজার নামাজে অংশ নেন। সেখান থেকে হাঁটা শুরু করেন। এ সময় বিপুল সংখ্যক নেতা-কর্মী তাঁর সঙ্গে ছিলেন। নুরিয়া পাইলট স্কুল হয়ে পুরাণবাজার, নতুন বাজার ব্রিজ, পাল বাজার, কালীবাড়ি মোড়, জেএম সেনগুপ্ত রোড, বেগম মসজিদ, মনিরা ভবন পর্যন্ত গণসংযোগ করেন। এ সময় সর্বস্তরের মানুষের সাথে সালাম বিনিময় করেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়