প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ২১:৩৪
২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবসে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা সভা

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বাদ আসর দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর চারদলীয় জোট সরকারের ৫ বছর মেয়াদ পূর্তিতে জামায়াতে ইসলামী পল্টন বায়তুল আমিন গেটে সমাবেশ ডাকার সময় নিরস্ত্র জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ ও চৌদ্দদলীয় জোট হামলা চালায়। লগি বৈঠার এই হামলায় শিপন মুজাহিদসহ অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হন। ওইদিন ছিলো লগি বৈঠকের হত্যাকাণ্ডের নির্মম, পৈশাচিক ও পরিকল্পিত ঘটনা, যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিলো। এরই ফলে সৃষ্টি হয় ওয়ান ইলেভেন। কিন্তু ২০০৮ সালে এই হত্যাকাণ্ডসহ ১/১১ সরকারের সকল কিছু বৈধ করার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী ও চৌদ্দদলীয় জোট ক্ষমতায় আসে।
চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি গোলাম মাওলা, ১২ নম্বর ওয়ার্ড সভাপতি মোল্লা হানিফ, ১১ নম্বর ওয়ার্ড সভাপতি ওমর ফারুক প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য মাওলানা সোহাইল আহমেদ চিশতী। কোরআন তেলাওয়াত করেন মো. ইব্রাহিম খলিল।
তিনি আরও বলেন, ১৯ বছর পার হলেও এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার হয়নি। চব্বিশের ৫ আগস্টসহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। কেউ যদি মনে করে দেশে অরাজকতা সৃষ্টি করে আবার ক্ষমতায় আসবে এবং এ দেশের মানুষকে বোকা বানাবে, তা আর হবে না। প্রয়োজনে এ দেশের মানুষ আরেকটি ৩৬ জুলাইয়ের মাধ্যমে ফ্যাসিস্টদের বিতাড়িত করবে।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








