মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:১৩

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সেটা পূরণ হবে

------শেখ ফরিদ আহমেদ মানিক

মো. মিজানুর রহমান
তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সেটা পূরণ হবে

যুবদল নেতা-কর্মীদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে : অ্যাড. সলিম উল্লাহ সেলিম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় সম্মুখে জেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ ও র‍্যালিতে জেলা, উপজেলা, পৌর, থানা ও ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

IMG-20251027-WA0088

জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, যে নির্বাচনের জন্যে দীর্ঘ ১৭ বছর বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে, সেই নির্বাচন সন্নিকটে। যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাতে ঐক্যবদ্ধভাবে জনগণের কাতারে থাকতে হবে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।

তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের জনগণের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সাথে কথা বলেছেন। তারেক রহমানের সুস্পষ্ট কথা, আমরা যেনো নিজেরা নিজেদের সাথে কোনোরকম ঝগড়া-বিবাদ না করি। আগামী দিনের নির্বাচন করতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

শেখ মানিক দলের নেতা-কর্মীদের অনুরোধ করে বলেন, যাদের নামে অভিযোগ রয়েছে মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার, দল থেকে যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে, তাদের জনগণের কাছে ভোট চাইতে হবে না।

তিনি বলেন, যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কোন্ এলাকায় কাকে মনোনয়ন দিয়েছেন তা ঘোষণা না হয়, ততদিন পর্যন্ত আমরা ধানের শীষে ভোট চাইবো। বাংলাদেশের জনগণের জন্যে খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষ অপরিহার্য। তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা পূরণ হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও ভণ্ডামি হচ্ছে। ধর্মব্যবসায়ীরা জনগণকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার জন্যে ভণ্ডামি শুরু করেছে। যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান কবির খোকা প্রমুখ।

জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

র‍্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে শহর এলাকা।

ছবি ক্যাপশন- চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পাশে বিশাল বর্ণাঢ্য র‍্যালি।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়