সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২০:১৬

রূপসা দক্ষিণে এমএ হান্নানের সমর্থনে মিছিল ও মোটর শোভাযাত্রা

প্রবীর চক্রবর্তী।।
রূপসা দক্ষিণে এমএ হান্নানের সমর্থনে মিছিল ও মোটর শোভাযাত্রা

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এমএ হান্নানের সমর্থনে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে মিছিল ও মোটর শোভাযাত্রা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে গৃদকালিন্দিয়া বাজার থেকে ইউনিয়ন সমন্বয়কারী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারীর নেতৃত্বে মিছিল শুরু হয়। পরে মোটর শোভাযাত্রা নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড প্রদক্ষিণ করে।

মিছিলে শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী। আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী বিএসসি, সিনিয়ার যুগ্ম সম্পাদক কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন যুবদল সভাপতি ফয়েজ খান, সম্পাদক জামাল বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব রিপন, শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবুল, ছাত্রদলের সেক্রেটারি হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রিফাত, ছাত্রদল নেতা রাফি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়