প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২০:১৩
ফরিদগঞ্জে এমএ হান্নানের সমর্থনে পৌরসভা ও ১৫ ইউনিয়নে বড়ো ধরনের শোডাউন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে অন্যতম মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানের সমর্থনে ফরিদগঞ্জ পৌর বিএনপি এবং ১৫টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড়ো ধরনের মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে একযোগে প্রতিটি ইউনিয়নে এই মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
|আরো খবর
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে পৌর বিএনপির আয়োজনে সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজীর সঞ্চালনায় শোভাযাত্রাপূর্ব আলোচনায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানের নেতৃত্বে বর্তমান উপজেলা বিএনপি অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। আজকে পৌর বিএনপি ছাড়াও প্রতিটি ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কদের উপস্থিতিতে ও ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিশাল মোটর শোভযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি, ফরিদগঞ্জে ধানের শীষ এমএ হান্নানের কাছেই নিরাপদ। তাই আজকের শোডাউন তার ঝলক একটি। আলোচনা শেষে বিশাল মোটর শোভাযাত্রা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।








