বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ২১:৩১

ফরিদগঞ্জের বিরামপুরে লায়ন হারুনের পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জের বিরামপুরে লায়ন হারুনের পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেলে বিরামপুরে বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের বাড়িতে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণপূর্ব সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম আহ্বায়ক এমএম টুটুল পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন গাজী, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রুহুল আমিন দেওয়ান, উপজেলা যুবদলের সাবেক সদস্য আরাফাত রহমান দিপু, বিএনপি নেতা মিল্টন মাস্টার, মিজান মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ বিএনপির হাতেই সুরক্ষিত। আর এজন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাইরে কোনো কিছুই নাই। জনগণ বুঝে গেছে কারা এদেশের মানুষের জন্যে রাজনীতি করে, কারা পালিয়ে যায়, আর কারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে। তাই জনগণ ২০০৮ সালের পর আবারো সঠিক সিদ্ধান্ত নেবে।

আমাদের নেতা ফরিদগঞ্জের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ আমাদের একটাই নিদের্শনা দিয়েছেন, ঘরে ঘরে গিয়ে বিএনপির কথা প্রচার করা। ৩১ দফার কথা জনগণকে জানানো। কারণ জনগণই ক্ষমতার একমাত্র উৎস, যা বিএনপি বিশ্বাস করে। আর আমাদের নেতার হাতেই ধানের শীষ শোভা পাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে--এই বিশ্বাস আমাদের রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়