সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৮:৩৩

কচুয়ায় মিথ্যা মামলায় অব্যাহতি পাওয়া খেলাফত মজলিস নেতার সংবাদ সম্মেলন

কচুয়ায় মিথ্যা মামলায় অব্যাহতি পাওয়া  খেলাফত মজলিস নেতার সংবাদ সম্মেলন
আলমগীর তালুকদার

কচুয়ায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চাঁদপুর -১ (কচুয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী কাজী আছাদ উল্লাহ সংবাদ সম্মেলন করেছেন। ১৩ জুলাই ২০২৫ (রোববার) দুপুরে কচুয়া পৌর এলাকার হযরত আয়শা সিদ্দিকা ( রা.) দাওরা হাদিস মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দায়ের করে। আমি দীর্ঘ পাঁচ মাস কারাভোগের পর অভিযোগের সত্যতা না পাওয়ায় বিজ্ঞ আদালত আমাকে বেকসুর খালাস প্রদান করেন। আমার সম্মানহানি ও রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্যে একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা মামলা দায়ের করে। মাদ্রাসা ও আশেপাশের পুরো এলাকা সিসি ক্যামেরা দ্বারা সুরক্ষিত।

মাদ্রাসার অভিভাবক খোরশেদ আলম বলেন, কাজী আছাদ উল্লাহর বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা ছিলো। যারা এ ধরনের মিথ্যা মামলা দায়ের করে কাজী আছাদ ও মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করেছে, একজন অভিভাবক হিসেবে মিথ্যা মামলা দায়েরকারীর দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানাই।

এ সময় খেলাফতে মজলিস কেন্দ্রীয় কমিটির আমীর মাওলানা আহমেদ আলী কাসেমী, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন , খেলাফতে মজলিস কুমিল্লা মহানগরের সভাপতি সৈয়দ আবদুল কাদের জামাল, কাজী মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল খায়েরসহ মাদ্রাসার অভিভাবক , সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়