সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০০:৪৩

রাজধানীতে ফের ঝটিকা মিছিল: যুবলীগের স্লোগানে উত্তপ্ত মিরপুর, উত্তরে ছাত্র-জনতার পাল্টা বিক্ষোভ

বিশেষ সংবাদদাতা
রাজধানীতে ফের ঝটিকা মিছিল: যুবলীগের স্লোগানে উত্তপ্ত মিরপুর, উত্তরে ছাত্র-জনতার পাল্টা বিক্ষোভ
ছবি : সংগৃহীত
রাজধানীতে ফের হঠাৎ ঝটিকা মিছিল করে আলোচনায় এসেছে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর এলাকায়

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি'র নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক যুবলীগকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্লোগানে মুখরিত রাজপথ:

মিছিলে অংশগ্রহণকারীরা

"শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে", "শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই"

ইত্যাদি স্লোগান দিতে দিতে মিরপুর-১ নম্বর মোড় থেকে আগারগাঁওয়ের দিকে অগ্রসর হয়। হঠাৎ করেই শুরু হওয়া এ মিছিলের কারণে স্থানীয় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কিছু সময়ের জন্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্টদের বক্তব্য:

স্থানীয় দোকানদার

মো. সেলিম জানান, “হঠাৎ করে শ'খানেক যুবক রাস্তায় নামল। আমরা প্রথমে ভেবেছিলাম কিছু একটা গোলমাল হয়েছে। পরে দেখি তারা মিছিল করছে।”
মিরপুর থানা পুলিশ

জানায়, মিছিলটি বেশ দ্রুতগতিতে চলছিল এবং পূর্ব অনুমতি না থাকায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পাল্টা প্রতিক্রিয়া:

এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরায়

ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরেকটি ঝটিকা মিছিল হয়। সেখানে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য মো. হাবিব হাসান ও যুবলীগ নেতা এমদাদুল হক

এ ঘটনার প্রতিবাদে সেই দিনই বিকেলে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং সচেতন জনতা। তারা অভিযোগ করেন,

“রাজপথের নিরাপত্তা নষ্ট করে ক্ষমতাসীন দলের লোকজন সাধারণ মানুষকে ভীত করার চেষ্টা করছে।”
ছাত্রনেতা তানভীর রউফ বলেন, “একদিকে প্রশাসন বিরোধী দলের মিছিল বন্ধ করে দিচ্ছে, অন্যদিকে ক্ষমতাসীনরা প্রকাশ্যে আইন ভাঙছে।” বিক্ষোভে নতুন মোড়:

আজকের মিরপুরের মিছিলের খবর ছড়িয়ে পড়ার পর উত্তরা এলাকাতেও উত্তেজনা বাড়ে। বিকেল নাগাদ সেখানে ছাত্র সমাজ আরেকটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করতে পারে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য:
রাজনৈতিক বিশ্লেষক ড. জিয়াউর রহমান মনে করেন, “এইসব ঝটিকা মিছিল ক্ষমতার প্রদর্শনের অংশ। তবে এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। রাজনীতির নামে জনভোগান্তি বাড়ছে।”

তিনি আরও বলেন,

“নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজপথে আধিপত্য বিস্তারের এই প্রবণতা আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে।” নিষেধাজ্ঞা দাবি:
উত্তরার ছাত্র-জনতা ও নাগরিক সমাজ আজকের মিছিলেরও তীব্র নিন্দা জানিয়েছে এবং এ ধরনের অনুমতি ছাড়া মিছিলকে ‘রাজপথ দখলের পাঁয়তারা’ বলে অভিহিত করেছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, অবিলম্বে এইসব দলীয় মিছিল নিষিদ্ধ ঘোষণা করতে। শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর ও উত্তরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করেছে এবং অননুমোদিত জমায়েত ঠেকাতে অবস্থান নিয়েছে

ডিসিকে/ এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়