প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২১:৪৯
নির্বাচন ডিসেম্বরেই দিতে হবে
চাঁদপুর সদর লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। এই দল দেশের ৭৫ শতাংশ মানুষের জনপ্রিয় দল। এতো বড় দলের কথা না শুনে উপায় নেই। নির্বাচন ডিসেম্বরেই দিতে হবে।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া হাইস্কুল মাঠে ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।
সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, আকতার হোসেন সাগর, ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা ও সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুমন ভূঁইয়া, সদস্য নাছির খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দাদন খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সুমন ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরু পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভির রাসেল প্রমুখ।
সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, আলহাজ্ব আজহার উদ্দিন মিয়া, আলহাজ্ব আবুল কালাম জমাদার, জাকির হোসেন ফয়সাল, অ্যাডভোকেট জসিম মেহেদী, সদর উপজেলা মহিলা দল নেত্রী শাহিনা আক্তার শানু, নাসরিন আক্তার, বিএনপি নেতা আলহাজ্ব বেলায়েত হোসেন মাঝিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি ছিলো নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ ভোট। বর্তমান ইউনুস সরকারের কাছে আমাদের দাবি, তাঁরা যেনো কোনো দলের পক্ষ না নেয়। মানুষের মনে যাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না জাগে। নিরপেক্ষ ভোট হলে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় আসবে।
তিনি দলীয় নেতা-কর্মী ও জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো অপপ্রচারে কান দিবেন না। নেতা-কর্মীদের দ্বারা দলের বদনাম হয় এমন কিছু করা যাবে না। মিথ্যা অপপ্রচার চালানোর সুযোগ দেয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক এই ইউনিয়নের সম্মেলন প্রসঙ্গে বলেন, নতুন কমিটির জন্যে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। এই সম্মেলনের তারিখ আরো আগে ছিলো। কিন্তু নিজেদের অন্তঃকলহের কারণে পেছানো হয়েছে। আমরা বলতে চাই, যারা দলের ভিতর অন্তঃকলহ করে, তাদের একটাই জায়গা জেলখানা। এই এলাকার নেতা-কর্মীদের বিএনপি এবং তারেক রহমানের আদর্শের সৈনিক হতে হবে। নিজেরা নিজেরা বিভেদ করা যাবে না।
তিনি আরো বলেন, আপনারা সজাগ থাকবেন, কেউ যাতে দলের বদনাম করতে না পারে। কেউ যাতে কোনো অপপ্রচার করতে না পারে। যারা বেহেস্তের কথা বলে তাদের কথা শুনবেন না। আমাদের মনে রাখতে হবে, আমাদের কর্মকাণ্ড যাতে ছাত্রলীগ যুবলীগের মতো না হয়। আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম এই ইউনিয়নের সম্মেলন সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।
আলোচনা শেষে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির নতুন আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটি হচ্ছে : সভাপতি নুরুল ইসলাম নুরু ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আ. গফুর বেপারী,
যুগ্ম সম্পাদক নাসির খান ও সাংগঠনিক সম্পাদক দাদন খান। এই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার তাগিদ দেয়া হয়।
সম্মেলন শেষে জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন কারী আলাউদ্দিন।
এরপর এই ইউনিয়নের প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব তুলে ধরা হয়। প্রয়াত নেতারা হলেন : ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মো. হাফেজ বেপারী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম ভূঁইয়া, মো. কাজল তাইনী, বিএনপি নেতা জাহাঙ্গীর খান, বাবুল বেপারী, নুরু জমাদার, মিজানুর রহমান খান, ইব্রাহিম খলিফা, হাবিল মিজি, মানিক বেপারী ও শাহজাহান বেপারী।