প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:১৯
রূপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর উদ্যোগে
খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সদস্যদের জন্য মিলাদ ও দোয়া

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, জিয়া পরিবারের সদস্য ও বাংলাদেশের মানুষের জন্য শান্তি কামনায় ফরিদগঞ্জ রূপসা জমিদার পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বাদ আসর রূপসা জমিদার পরিবারের সদস্য, মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, খান বাহাদুর নাছির উদ্দিন আহমেদ চৌধুরী ওয়াকফ এস্টেট, সৈয়দ আবদুল লতিফ চৌধুরী ওয়াকফ এস্টেট এবং তহুরুন নেছা চৌধুরী ওয়াকফ এস্টেটের বর্তমান মোতাওয়াল্লী সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর আয়োজনে এবং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের সহযোগিতায় জমিদার বাড়িতে এ দোয়া অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন রূপসা জমিদার বাড়ি জামে মসজিদের খতিব মাও. আব্দুর রহমান।
|আরো খবর
দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইমাম বাবু, বিএনপি নেতা হুমায়ুন কবির টিপু, জেলা যুবদলের সদস্য ফারুক খান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা মোস্তফা কামাল টেলু, জাকির হোসেন, আনোয়ার হোসেন পাটওয়ারী, জহিরুল ইসলাম, বাবুল হোসেন, সাঈদী, শাওন শাহাদাত হোসেন প্রমুখ।








