প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫
সততার পুরস্কার

মো. হানজালা দিপু সততার পুরস্কার
বিদ্রোহতে ভাগলো রাজা, রাজ্যজুড়ে অন্ধকার, রাজার পরে কে রাজা হবে, নেই তো তার উত্তরাধিকার।
এখন রাজ্য কে চালাবে, চিন্তিত সভার ভাড়, উজির শেষে বললো উঠে, বিহিত হওয়া দরকার।
ভাড়ের মাথায় বুদ্ধি এলো, সততা আছে যার, সেই করবে রাজ্য শাসন, পাবে সততার পুরস্কার।
এমন খবর ঢাক পিটিয়ে, করা হলো প্রচার, উজির বললো পাগল রাজার, মাথা মোটা ভাড়।
আমিই হবো নতুন রাজা, সাধ্য আছে কার, সেনাপতি ভাড়কে খুঁজে, গর্দান নিলো তার।
রাজ্যের মন্ত্রী রাজা হলো, মন্ত্রী সেনাপতি, মন্ত্রী বললো রাজ্যজুড়ে চলবে আমার নীতি।
খাজনার নামে প্রজাদের উপর নির্মম দুর্গতি, রাজা মন্ত্রী ঝোলা পুরালো করে দুর্নীতি।
খাজনার নামে ডাকাতি করে মন্ত্রী ভাগলপার, প্রজারা সব লুটলো মিশে, রাজার কোষাগার।
লুটতে গিয়ে বাঁধলো বিবাদ, কেউ রইলো না আর, পাওয়া হলো না কারোরই আর সততার পুরস্কার।








