শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:১৩

বিষ্ণুপুরে দাঁড়িপাল্লার গণসংযোগে অ্যাড. শাহজাহান মিয়া

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ

অনলাইন ডেস্ক
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের কাজিরবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে এমপি পদপ্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে তিনি ইউনিয়নের পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোটপ্রার্থনা করেন। বিভিন্ন স্থানে তাঁর সমর্থনে একাধিক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে অ্যাড. শাহজাহান মিয়া বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, গত ১৭ বছর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়বো। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিবে ইনশাআল্লাহ।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাড. আব্দুল কাদের খান, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধানীয়া, ইউনিয়ন জামায়াত সভাপতি কাজী মো. আবু তাহের, সেক্রেটারী মো. আল-আমিন আখন্দ, সহকারী সেক্রেটারী মো. আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মো. সুরুজ, ৬নং ওয়ার্ড সভাপতি জুবায়ের হোসেন, ৫নং ওয়ার্ড সেক্রেটারী আবুল কাশেম হাওলাদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়