শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:২৩

মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের নিয়ে দোয়া

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের নিয়ে দোয়া

মতলব উত্তরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অর্ধশতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) এ আয়োজন করেন চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানে ড. জালাল উদ্দিন বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় এলাকার মানুষের পাশাপাশি হাফেজদের এ বিশেষ দোয়া আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, আল্লাহ পাক তাঁর ওপর রহম করবেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে পারবেন।

এ সময় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। মিলাদ শেষে দোয়া মাহফিলে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ ও অংশগ্রহণকারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়