প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২১:০৭
ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে শরীফ মো. ইউনুস
খালেদা জিয়া বেঁচে থাকলে দেশ শান্তিতে থাকবে

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ফরিদগঞ্জে পশ্চিম হাঁসা বাইতুল আকবর জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ আদায় ও দোয়ায় অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মো. ইউনুস।
|আরো খবর
জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ, জাতির শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রার জন্য মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, সাধারণ মানুষ, মসজিদ কমিটির সদস্য এবং বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের নেতৃত্বদানকারী ও পৃষ্ঠপোষক শরীফ মো. ইউনুস বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আমরা জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছি। তিনি একজন আপসহীন এবং জাতীয় নেতাই নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার আন্দোলনের প্রতীক। তিনি সুস্থ থাকলে এই দেশ সুস্থ থাকবে। তাই আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে জনগণের কল্যাণে আবারও নেতৃত্ব দিতে পারেন।
উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসিন মোল্লা, উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম খান, ১০নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হামিমুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, উপজেলা যুবদল নেতা শরীফ হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাউছার আহমেদ, ইউনিয়ন যুবদল নেতা তারেক রহমান, সালাউদ্দিন রাঢ়ি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু পাটোয়ারী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সুমন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহমেদ মিন্টু পাটোয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জামাল গাজী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক তুহিন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল খানসহ ১০নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাইতুল আকবর জামে মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলাম আলমগীর সাহেব।








