প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২০:৫৪
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া
গণতন্ত্র ও মানবতার মায়ের জন্য দলমত নির্বিশেষে দোয়া করুন
---------লায়ন মো. হারুনুর রশিদ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) ফরিদগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নের দুই শতাধিক মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের উপস্থিতিতে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা মিলাদ মাহফিল ও দোয়া অনুুষ্ঠিত হয়।
|আরো খবর
এ সময় লায়ন মো. হারুনুর রশিদ বলেন, পুরো দেশ ও জাতিসহ সারাবিশ্ব আজ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে। গণতন্ত্রের জন্য যিনি নিজের জীবনের মায়া ত্যাগ করেছেন। পুত্রশোক সহ্য করেছেন, মারাত্মক অসুস্থ হয়েও তিনি নিজের চিকিৎসার জন্য এ দেশের মানুষকে স্বৈরাচারের হাতে তুলে দিয়ে বিদেশ যাননি, তিনি বেগম খালেদা জিয়া। তাই আসুন, এই কঠিন মুহূর্তে আমরা গণতন্ত্র ও মানবতার মায়ের জন্য দলমত নির্বিশেষে দোয়া করি, তিনি যেনো সুস্থ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এ দেশে গণতন্ত্রের নবযাত্রা দেখে যেতে পারেন।
এ সময়ে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএম টুটুল পাটওয়ারী, বিএনপি নেতা মোহাম্মদ আলী মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পদিক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিলাদ শেষে মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মমিন হোসেন।








