প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩
হেরার আলো
অনলাইন ডেস্ক
১২-সূরা ইউসুফ
১১১ আয়াত, ১২ রুকু, ‘মক্কী’
৫১। রাজা নারীগণকে বলিল, ‘যখন তোমরা ইউসুফ হইতে অসৎকর্ম কামনা করিয়াছিলে, তখন তোমাদের কী হইয়াছিল? তাহারা বলিল, ‘অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য! আমরা উহার মধ্যে কোন দোষ দেখি নাই।’ আযীযের স্ত্রী বলিল, ‘এক্ষণে সত্য প্রকাশ হইল, আমিই তাহাকে ফুসলাইয়াছিলাম, সে তো সত্যবাদী।





