প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ২১:৩০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা বিএনপির সভা
কোনো অবস্থাতেই আমরা স্থানীয় সরকারের নির্বাচন আগে হতে দেবো না
---------------- অ্যাড. সলিমুল্লা সেলিম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকার' পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে ।
বুধবার (২৬ শে মার্চ ২০২৫) সকাল ৯ টায় 'অঙ্গীকারে' শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে হাসান আলী হাইস্কুল মাঠে জেলা বিএনপি'র পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লা সেলিম। তিনি তাঁর বক্তব্য বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি সংগ্রাম করে গিয়েছে। ছাত্র- জনতার আন্দোলনে বিএনপিও সক্রিয় ছিলো। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, বাংলার মানুষের প্রধান দাবি একটি নিরপেক্ষ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন।
তিনি আরো বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেম্বার বানানোর জন্যে আমাদের আন্দোলন ছিলো না। আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে কোনো অবস্থাতেই আমরা স্থানীয় সরকারের নির্বাচন আগে হতে দিবো না। বাংলার মাটি বিএনপিকে চায়। জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল খান, খলিলুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, যুগ্ম সম্পাদক ও চাঁদপুর সদর থানা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, যুগ্ম সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউদ্দিন বাবলু সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।