প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ২১:০৪
চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল
তারেক রহমান চান বিএনপির নেতা-কর্মীরা জনগণের সেবক হবে
------শেখ ফরিদ আহমেদ মানিক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, তারেক রহমানের নির্দেশ, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। শাসক নয়, বিএনপির নেতা-কর্মীদের জনগণের সেবক হতে হবে, ৩১ দফার কথা তুলে ধরতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষের জন্যে ভোট চাইতে হবে। নিজেদের মধ্যে মারামারি ও কলহ করা যাবে না। সন্ত্রাস, ইভটিজিং করা যাবে না, মাদক ও কিশোর গ্যাং সংশ্লিষ্টতা পরিহার করতে হবে। আর আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। আমাদের নেতা তারেক রহমান যা চান বিএনপির প্রতিটি নেতা-কর্মী ও সমর্থকদের তা-ই করতে হবে।
|আরো খবর
শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের পুরাণবাজার বড় মসজিদ সংলগ্ন ট্রাক রোডে চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই ১নং ওয়ার্ডে ২০১৪ সালে আরজু মারা গেছে। এখানে আমার দলের নেতা-কর্মীরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছে। ২০১৮ সালের নির্বাচনে এই ওয়ার্ডে আমি ক্যাম্পিং করতে এসেছি। সেদিন বিএনপি, ছাত্রদল, যুবদল আমাকে বাঁচিয়েছে। তিনি বলেন, আমরা নিজেরা নিজেরা মারামারিতে লিপ্ত হবো না। কারো কোনো জায়গা-জমি দখল, চাঁদাবাজি করা যাবে না। এই ওয়ার্ড বিএনপির ঘাঁটি। তারেক রহমান যা চান আপনাদের তা করতে হবে। তারেক রহমান চান আপনারা মানুষের কাছে যাবেন, ৩১ দফার কথা তুলে ধরবেন। আমরা যদি তারেক রহমানের কথা শুনি, তাহলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে পারবো।
তিনি আরো বলেন, নবীন-প্রবীণদের সমন্বয়ে কমিটি করতে হবে। যাতে আগামীদিনে এই ওয়ার্ড আরো শক্তিশালী হয়। যাতে অন্যান্য ওয়ার্ড এই ওয়ার্ডকে দেখে শিখে। বিগত ১৫ বছর আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্যে আন্দোলন করেছি। সেই নির্বাচনের জন্যে যদি কালক্ষেপণ করা হয়, তাহলে আপনাদের আন্দোলনের জন্যে প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার ও জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল। সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ও শরীফ উদ্দিন আহমেদ পলাশ ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির প্রধান সমন্বয়ক ও চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী।
পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসলাম তালুকদার ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েলের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন খান বোরহান, নজরুল ইসলাম বেপারী, আনোয়ার হোসেন বাচ্চু, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন মাঝিসহ অন্য নেতৃবৃন্দ ।
সম্মেলনের শেষদিকে পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি মো.আনিছ বেপারীকে পুনরায় সভাপতি, মো. আসলাম তালুকদারকে সাধারণ সম্পাদক ও কামাল মজুমদারকে সিনিয়র সহ-সভাপতি, জাহাঙ্গীর মুন্সিকে যুগ্ম সম্পাদক ও সুমন বেপারীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন।
সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।
দুই পর্বের এই সম্মেলনে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মো. সেলিম খান, পৌর বিএনপি নেতা দীন মোহাম্মদ জিল্লু, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনা মিজি, ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার মফিক বেপারী, বিএনপি নেতা মহসিন পাটোয়ারী, মৎস্য ব্যবসায়ী সুমন খান, রতন গাজী, সফিক বেপারী, বিএনপি নেতা গোলাম হোসেন, আলমগীর খান, জাকির হোসেন গাজী, পৌর মহিলা দলনেত্রী ঈশিতা বেগম, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদল সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ, পৌর ছাত্রদলের সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং বিএনপির সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।