বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২১:৫৯

অব্যাহত শিশু ও নারী ধর্ষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মব জাস্টিসের প্রতিবাদ

দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ সভা ও বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি
দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ সভা ও বিক্ষোভ

অব্যাহত শিশু ও নারী ধর্ষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মব জাস্টিসের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বুধবার (১২ মার্চ ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর শহরের শপথ চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদের আহ্বায়ক কমরেড শাহজাহান তালুকদার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা বাসদ সদস্য জি এম বাদশা।

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, দেশে শিশু-নারী ধর্ষণ প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলার কী রকম অবনতি ঘটেছে। ধর্ষকরা বিচারহীনতার কারণে পার পেয়ে যায় বলে বারবার ধর্ষণ ও নিপীড়নের পুনরাবৃত্তি ঘটে চলছে। একদিকে দেশের আইনশৃঙ্খলার অবনতি, অপরদিকে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে জনগণ অতীষ্ঠ। মব জাস্টিস এখনও অব্যাহত। দেশে আইনের শাসন খুবই নাজুক। তাই একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করে দেশকে সংঘাতময় পরিস্থিতি থেকে রক্ষা করতে হবে।

নেতৃবৃন্দ দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের জন্যে সরকারের প্রতি জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়