বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২১:৫৩

"নতুন বাংলাদেশে উগ্রপন্থিদের ঠাঁই নেই—লাকি আক্তারের গ্রেপ্তারের দাবি জবি ইনকিলাব মঞ্চের"

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উত্তাল ছাত্র রাজনীতি

মো. জাকির হোসেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উত্তাল ছাত্র রাজনীতি
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। তারা অভিযোগ করেন, লাকি আক্তার ও তার সহযোগীরা পূর্বে দেশে অরাজকতা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন। নেতারা বলেন, ২০১৩ সালে বিচার ব্যবস্থাকে কলুষিত করে ভিন্ন মতের মানুষদের হত্যা করার বৈধতা দেওয়া হয়েছিল, যা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। তারা হুঁশিয়ারি দেন, ২০২৫ সালের নতুন বাংলাদেশে এ ধরনের উগ্রপন্থিদের কোনো স্থান নেই।

উল্লেখ্য, এর আগে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জবি ইনকিলাব মঞ্চ ধর্ষণ ও রাষ্ট্রের চলমান বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। তারা সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। নেতারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এছাড়া, ৯ মার্চ ২০২৫ তারিখে জবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারীদের ওপর ধর্ষণ-নিপীড়ন বন্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের এ ধরনের প্রতিবাদী কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়