শনিবার, ০১ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০০:৫২

শ্রীনগরে বিএনপির মানববন্ধন

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে উত্তাল রাজপথ

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে উত্তাল রাজপথ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শ্রীনগর প্রেসক্লাবের সামনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

বক্তারা বলেন, ১০ জানুয়ারি শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তারা মামলাটি ভিত্তিহীন দাবি করে প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দ্রুত অব্যাহতির আহ্বান জানান।

নেতাকর্মীদের সরব প্রতিবাদ

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

বক্তব্য রাখেন—

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা। সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।

তারা বলেন, "দেশে গণতান্ত্রিক আন্দোলন দমন করতেই সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির পথ বেছে নিয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে আমাদের আন্দোলন চলবে।"

বিচারের দাবিতে হুঁশিয়ারি

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।"

বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় শ্রীনগর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ হয়।

বিএনপির পক্ষ থেকে দাবি

শ্রীনগর বিএনপি নেতারা বলেন, "সরকারের দমননীতি ও রাজনৈতিক প্রতিহিংসা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করতে হবে।"

বিএনপির এ প্রতিবাদ কর্মসূচির ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়