বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২

জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় সদস্য হলেন মতলবের রুহুল আমিন

মাহবুব আলম লাভলু
জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় সদস্য হলেন মতলবের রুহুল আমিন

জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন রুহুল আমিন প্রধান। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট মরাদোন গ্রামের কৃতী সন্তান। তাঁর পিতা ছিটু প্রধান। এর আগে তিনি মতলব উত্তর উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা ছাত্র সমাজের সদস্য ছিলেন। বর্তমানে মতিঝিল থানা তরুণ পার্টির সদস্য সচিব পদে কাজ করছেন।

গত শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা ও সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রুহুল আমিন প্রধান জাতীয় তরুণ পার্টির সদস্য হিসেবে নিযুক্ত হন।

পত্রে উল্লেখ করা হয়, আপনার প্রগতিশীল নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার কারণে আপনাকে জাতীয় তরুণ পার্টির সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রুহুল আমিন প্রধান বলেন, আমাকে জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া, জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, সদস্য সচিব অ্যাড. মোড়ল জিয়াউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মো. মহিন উদ্দিন মণ্ডল খোকা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়