প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪
প্রেমের পরিণাম মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রেম করে বিয়ে করার পর মা-বাবা মেনে না নেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নিশু নামের ১৬ বছর বয়সের এক কিশোরী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত শাকতলা গ্রামে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে ।
জানা গেছে, রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের শাকতলা গ্রামের পাটোয়ারী বাড়ির প্রবাসী রুহুল আমিনের কিশোরী কন্যা স্থানীয় নাগমুদ বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মোছাম্মৎ নিশু আক্তার মা-বাবার অজান্তে ভালোবেসে পার্শ্ববর্তী গ্রামের এক ছেলেকে বিয়ে করে, কিন্তু বিয়ের ব্যাপারটি নিশুর মা-বাবা কোন রকমেই মেনে না নেওয়ায় নিশু ২৬ ডিসেম্বর শুক্রবার দিবাগত গভীর রাতে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়া আত্মহত্যা করে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি নিশু প্রেম ঘটিত ব্যাপারে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।








