বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০২

গোপন আশ্রয়ে ধরা পড়লেন সৈয়দা মোনালিসা ইসলাম – কানাডায় পালানোর গুজব মিথ্যা প্রমাণিত

কানাডায় থাকার নাটক শেষ, ইস্কাটনে গ্রেপ্তার!

মো. জাকির হোসেন
কানাডায় থাকার নাটক শেষ, ইস্কাটনে গ্রেপ্তার!
ছবি:সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা।(সংগৃহীত)

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দা মোনালিসার বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ তিনটি মামলা রয়েছে।

উল্লেখ্য, প্রশাসনসহ স্থানীয়রা এতদিন ধারণা করতেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরপরই মোনালিসা ইসলাম কানাডায় পালিয়ে গেছেন। তবে, তার গ্রেপ্তারের মাধ্যমে এই তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে।

সৈয়দা মোনালিসা ইসলামের গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা আনন্দ ও উল্লাস প্রকাশ করেছেন।

এর আগে, গত বছরের ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকেই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

এছাড়া, গত বছরের ডিসেম্বরে ফরহাদ হোসেনের বড় বোন শামীম আরা হীরা এবং তার স্বামী আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকেও গ্রেপ্তার করা হয়। তারা মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং সহ-সভাপতি ছিলেন।

ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি ১৯৭২ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন এবং তার বাবা ছহিউদ্দিন বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।

সৈয়দা মোনালিসা ইসলাম শিলা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি। তিনি যুব মহিলা লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়