সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:১২

চাঁদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

বৈষম্য দূর করতে হলে স্বৈরাচারের দোসরদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাতে হবে : কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান

বৈষম্য দূর করতে হলে স্বৈরাচারের দোসরদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাতে হবে : কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান
চাঁদপুরে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান।
অনলাইন ডেস্ক

চাঁদপুরে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর শহরের আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

প্রধান অতিথি বলেন, বিগত সরকারের আমলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শ্রমিক ও মালিকদের মধ্যে বৈষম্যের পাহাড় সৃষ্টি হয়েছে। শ্রম আইন পরিবর্তন করা সময়ের চেষ্টা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শ্রমিকদের মুখে হাসি কেড়ে নিয়েছে। দেশে অশান্তি ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। দেশে বৈষম্য দূর করতে হলে স্বৈরাচারের দোসরদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাতে হবে। তিনি ইসলামী শ্রমনীতি চালুর ব্যাপারে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

শ্রমিককল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম ফারুক মো. ইয়াহইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সালাম, জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হারুন আর রশীদ।

আরো বক্তব্য রাখেন শ্রমিককল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি হাফিজ আহমদ, হাজীগঞ্জ সভাপতি মনির হোসাইন, ফরিদগঞ্জ পৌর সভাপতি ফখরুল ইসলাম, চাঁদপুর শহর সভাপতি আব্দুল হাই লাভলু, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি সফিকুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা সভাপতি মাও. মিজানুর রহমান সহ অন্যান্য অতিথি।

সভায় বক্তারা বলেন, সকল কারখানায় ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার দিতে হবে। একসময় ট্রেড ইউনিয়ন ছিল স্কুল অব কম্যুনিজম। অবশেষে ইসলামী আদর্শে বিশ্বাসী কিংবদন্তি দুই শ্রমিক নেতা ব্যারিস্টার কুরবান আলী ও ব্যরিস্টার আক্তার উদ্দিন শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেন। এতে ট্রেড ইউনিয়নে নতুন ধারা তৈরি হলো। ট্রেড ইউনিয়নকে স্কুল অব ইসলামে পরিণত করার চেষ্টা শুরু করেছেন আমাদের পূর্ববর্তী নেতারা। আজকে বাংলাদেশে সর্বোচ্চ ট্রেড ইউনিয়ন নিয়ে শ্রমিককল্যাণ ফেডারেশন সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। আমাদের পূর্বসূরিরা যে পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন, বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের পথচলা থামবে না।

আগামী দুবছরের জন্যে (২০২৫-২০২৬) জেলা সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম এবং গোলাম ফারুক মো. ইয়াহইয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়