রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ২০:৫৭

হাজীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র‍্যালি

বাংলাদেশের ক্রান্তিকালে বিএনপিই হাল ধরেছে : লায়ন ইঞ্জিঃ মমিনুল হক

আলমগীর কবির
বাংলাদেশের ক্রান্তিকালে বিএনপিই হাল ধরেছে : লায়ন ইঞ্জিঃ মমিনুল হক
হাজীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য রাখেন লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী বিপ্লবের মাধ্যমে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের বীজ বপন করেছিলেন। সিপাহীদের নেতা থেকে পরবর্তীতে জাতীয় নেতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এভাবেই জাতির ক্রান্তিকালে প্রতিবারই হাল ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

শনিবার হাজীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালিশেষে হাজীগঞ্জ পশ্চিম বাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, ১৯৮১ সালে শেখ মুজিবুর রহমানের কন্যাকে দেশে প্রত্যাবর্তন, ৯০-এর গণঅভ্যুত্থান, ৯৬-এ স্থায়ী তত্ত্বাবধায়ক নীতি প্রতিষ্ঠা, ২০০১ সালের নির্বাচন এবং সর্বশেষ ২০২৪ সালে স্বৈরশাসককে ভারতে তাড়ানোর পর দেশের বর্তমান সময়কাল ধৈর্যের সাথে এগিয়ে নিচ্ছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে পুলিশের মিথ্যা মামলার হয়রানিসহ সকল ধরনের হয়রানি বন্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনায় ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহীম পাটওয়ারী ও হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠ বিকেল ৩টা থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মিছিলে মিছিলে নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠে। ৪টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের টোরাগড় থেকে বর্ণাঢ্য বিশাল র‍্যালিটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে মিলিত হয়।

র‌্যালি ও সমাবেশে হাজীগঞ্জ উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়