শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২০:৩২

কচুয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

দেশকে নিরাপদ রাখতে জামায়াতে ইসলামীর প্রয়োজন ...... অ্যাডঃ মাসুদুল ইসলাম বুলবুল

ফরহাদ চৌধুরী
দেশকে নিরাপদ রাখতে জামায়াতে ইসলামীর প্রয়োজন ...... অ্যাডঃ মাসুদুল ইসলাম  বুলবুল
কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা সেক্রেটারি অ্যাডঃ মাসুদুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো সন্ত্রাস ও চাঁদাবাজদের সমর্থন করে না বলে মন্তব্য করেছেন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডঃ মাসুদুল ইসলাম বুলবুল। তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে দেশের জনগণের ওপর নির্মম নির্যাতন করা হয়েছে। তাদের হাতে এদেশের মানুষ কখনো নিরাপদ ছিলো না। তাই এই দেশকে নিরাপদ রাখতে জামায়াতে ইসলামীর প্রয়ােজন। জামায়াতে ইসলামীর কাছে দেশের মানুষ নিরাপদ।

তিনি শুক্রবার বিকেলে কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় মাঠে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হেদায়েত উল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আবু নছর আশরাফী, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ আবু তাহের মেসবাহ, নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবু নাসের, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, পৌর আমীর আমিনুল হক মীর আজহারী, পালাখাল মডেল ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়