রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১৪:১৯

মতলবে আল আমিন ক্রীড়া চক্রের সভাপতি সেলিম সরকার কিছুটা সুস্থ, সকলের নিকট সুস্থতা কামনা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে আল আমিন ক্রীড়া চক্রের সভাপতি  সেলিম সরকার কিছুটা সুস্থ, সকলের নিকট সুস্থতা কামনা

আল-আমিন ক্রীড়া চক্রের সভাপতি, মতলব বাজারের মিনিস্টার ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী, মতলব সরকারি কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি এসএমএম সেলিম সরকার কিছুটা সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবার। পরিবার জানায়, ব্রেন স্টোক করার পর তিনি ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ ৫ নভেম্বর কিছুটা সুস্থ হলে তাকে ওই হাসপাতাল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বেলা ২টায় তিনি মতলবে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিবেন। তাঁকে ১৫দিন পর পর ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে ডাক্তারের চেকআপের জন্য নিয়ে আসতে হবে। তাঁর বাম পাশের সমস্যার কারণে তাকে নিয়মিত থেরাপি দিতে হবে। মতলবের মানবিক মানুষদের অন্যতম, রাজনীতিবিদ, ক্রীড়া ও সামাজিক সংগঠক প্রিয় এসএমএম সেলিম সরকারের আশু সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সকাল ৮টায় নিজ বাড়ীতে স্টোক জনিত কারণে অসুস্থ হয়ে প্রথমে মতলব সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়