বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ২০:১৬

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলনে আশাবাদ

আগামী নির্বাচনে এমএ হান্নান ধানের শীষ নিয়ে অবশ্যই আসবেন

ফরিদগঞ্জ ব্যুরো
আগামী নির্বাচনে এমএ হান্নান  ধানের শীষ নিয়ে অবশ্যই আসবেন
ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা।

ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের পূর্ব দায়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলো বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন তথা ধানের শীষের প্রতীক নিয়ে অবশ্যই আসবেন আমাদের নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। দানবীর এমএ হান্নান গত তিন দশক ধরে উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে চলছেন। এমন কোনো গ্রাম নেই যেখানে এমএ হান্নানের উন্নয়নের চিহ্ন নেই। মসজিদ, মন্দিরসহ সকল ধর্মের মানুষের কাছে তিনি এক জনপ্রিয় মানুষ। পরপর দুবার তিনি বিএনপির মনোনয়ন পেলেও তার মনোনয়ন ছিনতাই হয়। কীভাবে হয়েছে তা আপনারা জানেন। কিন্তু এবার আর কোনো ষড়যন্ত্র করার সুযোগ নেই। কারণ তাদের সহযোগী তথা স্বৈরাচার এখন নিজেরাই পালিয়ে গেছে। আগামী নির্বাচনে আপনারা সকলে এমএ হান্নানের জন্যে নির্বাচনে কাজ করার জন্যে প্রস্তুতি নেন।

সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, মাসুদ আলম, উপজেলা বিএনপির সদস্য লোকমান দর্জি, নাজিমুদ্দিন টিপু, বিএনপি নেতা মাহবুব হাসান সুমন, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ খান, হারুনুর রশিদ, ইকবাল হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক ছলেমান খান, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি নূরের রহমান, শ্রমিক দলের সভাপতি রাসেল ঢালী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়