শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:০৮

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির গণসমাবেশ

আওয়ামী লীগ ১৭ বছর বিএনপির ওপর যত অত্যাচার করেছে সব মাফ করে দিয়েছি, ভবিষ্যতে করলে ক্ষমা নেই ----------------- ড. জালাল উদ্দিন

রেদওয়ান আহমেদ জাকির
আওয়ামী লীগ ১৭ বছর বিএনপির ওপর যত অত্যাচার করেছে সব মাফ করে দিয়েছি, ভবিষ্যতে করলে ক্ষমা নেই ----------------- ড. জালাল উদ্দিন
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিগত ১৭টি বছর আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর যত ধরনের নির্যাতন করেছে সব মাফ করে দিয়েছি। ভবিষ্যতে করার চেষ্টা করলে আর ক্ষমা করা হবে না। গত ১৩ অক্টোবর শনিবার বিকেল ৪টায় মতলব দক্ষিণ উপজেলার রসূলপুর পূর্বপাড়া মাদ্রাসা মাঠে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন, ১৭টি বছর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, গুম, খুন ও নির্যাতন করেছেন, অনেক মায়ের বুক খালি করেছেন, কিন্তু আমরা সব কিছুর বিচার মহান আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আওয়ামী লীগের প্রতি হুঁশয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে বিএনপির মাঠ পর্যায়ের কোনো নেতা-কর্মীর ওপর কোনো ধরনের হুমকি-ধমকি এবং হামলা বা নির্যাতন করার চেষ্টা করা হলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। বিএনপি একটি সুসংগঠিত আদর্শিক দল। এ দলে কোনো ধরনের অনুপ্রবেশকারীদের স্থান নেই। আগামী সোনার বাংলা গড়তে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। নারায়ণপুর ইউনিয়ন বিএনপির আলহাজ আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মুন্সীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. জালালের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ সারমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ সোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রধান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির, নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান বাবু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়