রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ২০:০৯

শেখ হাসিনার বিচারের দাবিতে

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের  বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার(১৪ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচী শুরু করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। 

এদিকে একই দাবিতে বিএনপির প্রতিটি উপজেলা, পৌর ওয়ার্ড ও ইউনিয়নে ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে পি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।জেলা বিএনপি অফিসের সামনের সড়ক থেকে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহরের চিত্রলেখা মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।

তিনি আরো বলেন, শেখ হাসিনা যে অপরাধ করেছে তার বিচার বাংলার মাটিতে হতেই হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না।দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও অধিকারের জন্য রাজনীতি করে। মানুষের ভালোবাসা সমর্থন নিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। আর বীরের বেশে তারেক রহমান দেশে আসবে।

তিনি বলেন, আগামী দিনও আমাদের অবস্থান কর্মসূচি রয়েছে। আমরা রাজপথ ছাড়বো না। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে তিনি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ মাঝির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইখতিয়ার উদ্দিন শিশু,যুগ্ম আহবায়ক সামছুল আলম সূর্য,সামছুল আরেফিন,সফিউদ্দিন বাবলু,অলি আহমেদ প্রমুখ।

এ সময় স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়