প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ২৩:৩০
মতলব উত্তর থানা ও উপজেলা পরিষদ কমপ্লেক্স পরিদর্শন
জনগণ ও সরকারি দপ্তরগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবো আমরা : ড. জালাল উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেছেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সকল জনগণের জান মাল ও সরকারি দপ্তরগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করব আমরা। কেউ আতংকিত হবেন না। সবাই সাধারণ জীবন যাপনে সোচ্চার হোন। বুধবার বিকালে মতলব উত্তর থানা ও উপজেলা পরিষদ কমপ্লেক্স পরিদর্শন শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
|আরো খবর
ড. জালাল উদ্দিন আরো বলেন, যারা জুলুম করেছে, মানুষের ক্ষতি করেছে এমকি মানুষের ধন সম্পদ লুট করে খেয়েছে, তাদের বিচার আল্লাহ করবেন। আমরা মানুষ হিসেবে মানুষের কল্যাণে কাজ করবো। কারণ আমাদের বিএনপি দল শান্তি প্রিয় দল। মানুষের কল্যাণের দল। আমরা নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মানুষের কল্যাণে জীবন শেষ করে দিচ্ছেন। তাই আমরা মানুষের জান মাল নিরাপত্তা নিশ্চিত করে মানুষের পাশে থাকবো। তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মানুষের পাশে থাকার জন্য।
এর আগে দুপুরে লুধুয়া কবরস্থানে ড. জালাল উদ্দিন তার পিতা মাতার কবর জিয়ারত করেন। লুধুয়া, ছেংগারচর বাজার ও কয়েকটি স্থানে আনন্দ মিছিলে যোগ দেন এবং মানুষের সাথে সাক্ষাৎ করে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌরসভা বিএনপির জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সহ শত শত নেতা-কর্মী।