প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ২২:৪৯
চাঁদপুরে চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটুনি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতার কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
|আরো খবর
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ থানা মোড়ে সোহাগের নিজের গার্মেন্টসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দেখতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদ সরকারসহ দলীয় নেতাকর্মী। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন।
ছাত্রলীগের ওই নেতার নাম মাহবুবুল আলম সোহাগ। তিনি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি।
সোহাগ বলেন, সামনের উপজেলা নির্বাচনের জন্য আমি না কি একজনের থেকে ৫ লাখ টাকা এনেছি। সেই টাকা এখনই বের করে দে বলে, আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই জাহাঙ্গীর পালোয়ানের নেতৃত্বে আলমগীর হোসেন আলো, মোসাদ্দেক হোসেন, নাসিরসহ অজ্ঞাত ২০-২৫ জন সংঘবদ্ধভাবে পূর্ব পরিকল্পিত এই চাঁদার টাকা না পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমাকে হামলা চালিয়ে জখম করে।
তিনি আরও বলেন, আমার কাপড়ের গার্মেন্টসটিতে ভাঙচুর চালিয়ে নগদ প্রায় আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় আমাকে রক্ষা করতে এসেও অনেকে হামলার স্বীকার হয়েছে। এতে আমি মাথায়, পিঠে, হাতেসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হই। আমার সঙ্গে এই নির্মম নির্যাতনের বিচার দাবি করছি।
অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর পালোয়ান গংদের মোবাইল ফোনে কল করেও রিসিভ হয়নি। তাই তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক আসিবুল হাসান বলেন, সোহাগ নামের ওই রোগীকে আমরা নিবিড় পর্যবেক্ষণের জন্য দ্রুত ওয়ান স্পট ক্রাইসিস সেন্টারে ভর্তি নিয়েছি।
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, এখনো এ ধরনের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।