সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:২৪

২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি নিয়ে পুরানবাজারে দুই গ্রুপে উত্তেজনা

স্টাফ রিপোর্টার
২নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কমিটি নিয়ে পুরানবাজারে দুই গ্রুপে উত্তেজনা

চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি দেয়াকে কেন্দ্র করে পুরাণবাজারে স্থানীয় ওয়ার্ড যুবলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানা ও পুরান বাজার ফাঁড়ি পুলিশ মেথরবাড়ি নতুনরাস্তা মোড়ে অবস্থান নিয়ে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় পুরান বাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ রাজিব শর্মা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে এ ওয়ার্ডের যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতসহ বেশ ক'জন আহত হয়। পরবর্তীতে কেন্দ্রিয়ভাবে ২নং ওয়ার্ড যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘদিন পর এ ওয়ার্ডে আহবায়ক কমিটি ঘোষণা হয় মর্মে শাহাদাত পাটওয়ারী ও নজরুল ইসলাম হাওলাদারের মধ্য দ্বন্দ্ব মারামারি ও উত্তেজনার সৃষ্টি হয়।

এ ঘটনায় ম্যারকাটিজ রোড, ওসমানিয়া মাদরাসা সংলগ্ন মধ্য শ্রীরামদীর নতুন রাস্তায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সময় মত পুলিশ না আসলে সেখানে শাহদাত ও নজু গ্রুপের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনার আশঙ্কা ছিল বলে জানান স্থানীয়রা। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে থমথমেভাব বিরাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়