প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৬
শাহরাস্তি ট্রাক প্রতিকের উঠান বৈঠক
দীর্ঘ দিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশের সুযোগ এসেছে : মোঃ সফিকুল আলম ফিরোজ
চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ সফিকুল আলম ফিরোজ ২২ ডিসেম্বর বিকেলে মেহার দক্ষিণ ইউনিয়নের মালোরা গ্রামে উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দীর্ঘ দিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশের সুযোগ এসেছে এই জায়গায় ভুল করলে আর উত্তরণের সুযোগ পাবেন না। উন্নয়ন সমন্বয় কমিটির নামে আওয়ামীলীগ কে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আপনাদের উপর কোন আঘাত আসলে প্রথমে আমার উপর আসতে হবে। স্যার শব্দ কে আমরা রাজনৈতিক থেকে চিরতরে বিদায় করে দিবো। আপনারা সঙ্গবদ্ধ হন দুষ্টু লোকেরা বোরখা পরে পালিয়ে যাবে। আমি আপনাদের সাথে সবসময় থাকবো। আগামীদিনে শাহরাস্তি হাজীগঞ্জ এলাকায় রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আরও বেগবান হবে।
|আরো খবর
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু, মেহের ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আউয়াল মজুমদার, পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী, জাহাঙ্গীর মোঃ আদেল, খোকন সরকার, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির হিরু প্রমূখ ।